Message

Professor Bedar Uddin Ahmed
Principal
DHAKA CITY COLLEGE

আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে একটি দেশের উন্নত মান নির্দেশিত হয়। অর্ধশতাব্দী প্রাচীন ঢাকা সিটি কলেজ আদর্শনিষ্ঠ বিদ্যার্থী তৈরি করে তার ঐতিহ্যকে গৌরবান্বিত করে রেখেছে। উচ্চ মাধ্যমিক শ্রেণি থেকে শুরু করে উচ্চ শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষাদানের গুরু দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে চলেছে এ প্রতিষ্ঠান। গত এক দশকে ঢাকা সিটি কলেজ উচ্চশিক্ষাদানে বিশেষ উৎকর্ষ লাভ করেছে। হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং ও ইংরেজি বিষয়ে সম্মান ও মাস্টার্স কোর্স চালু রয়েছে এ প্রতিষ্ঠানে। তাছাড়া ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষ থেকে বি.বি.এ. এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স কোর্স ও ২০০২-২০০৩ শিক্ষাবর্ষ থেকে এম.বি.এ. কোর্স প্রবর্তন করা হয়েছে। ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে এ কলেজে অর্থনীতি বিষয়ে সম্মান কোর্স চালু করা হয়েছে। কলেজের এ কলেবর বৃদ্ধির সাথে সাথে আমাদের দায়িত্বও বেড়ে গেছে বহুগুণে। আমাদের স্বপ্ন ঢাকা সিটি কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, যার মধ্য থেকে বেরিয়ে আসবে সৎ, নিষ্ঠাবান, দায়িত্বপূর্ণ, সুশৃংখল এবং কর্মজীবনের উপযোগী জ্ঞানসমৃদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ। এসব ছাত্রছাত্রী কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি তাদের পরিবার, সমাজ, দেশ ও সর্বোপরি মানুষের কল্যাণে কিছু করতে পারে তবেই সার্থক হবে আমাদের সব আয়োজন ও প্রয়াস। সে জন্য প্রয়োজন শিক্ষাজীবনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা ও নিরলস সাধনা। এক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানেরও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা। আমি বিশ্বাস করি, ঢাকা সিটি কলেজের সংশ্লিষ্ট সকলের মধ্যে রয়েছে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার সুস্থ মানসিকতা। আমি আন্তরিকভাবে মনে করি, একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের থাকবে সুনির্দিষ্ট কার্যক্রম এবং তা সুচারুরূপে সম্পন্ন করার জন্য যৌক্তিক নিয়মকানুন। এ উদ্দেশ্যেই রচিত হয়েছে ঢাকা সিটি কলেজের এ প্রস্পেকটাস্। এ প্রস্পেকটাস্-এ বর্ণিত কার্যক্রম সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে সুসম্পন্ন করবে এবং ছাত্রছাত্রীদের জন্য প্রবর্তিত নিয়মকানুন শ্রদ্ধার সাথে তারা মেনে চলবে - এ আমার বিশ্বাস। সবার সমন্বিত উদ্যোগ ও প্রয়াসেই ঢাকা সিটি কলেজের গৌরব অক্ষুণ্ণ থাকবে।


Professor Bedar Uddin Ahmed